Logo

সাহিত্য সংস্কৃতি    >>   মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার ৫৩তম বার্ষিকী। বাংলাদেশের এই গৌরবোজ্জ্বল দিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন।

জাতীয় স্মৃতিসৌধকে ঘিরে ছিল বিশেষ প্রস্তুতি। গণপূর্ত বিভাগের উদ্যোগে স্মৃতিসৌধের মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। লাল ইটের পথ সাদা রঙে রাঙানো হয়, আর চারপাশ সাজানো হয় বর্ণিল ফুলগাছ দিয়ে। স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, দিবসটি ঘিরে উন্নয়ন কাজের পাশাপাশি পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় সিসি ক্যামেরা। প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

বিজয়ের ৫৩তম বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বর্ণিল আলোয় সেজেছে রাজধানী ঢাকা। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই শহরজুড়ে দেখা যায় লাল-সবুজের আলোকচ্ছটা। আলোর রঙে ঝলমল করে উঠেছে রাস্তা, সেতু এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে মুগ্ধ নগরবাসী এক আনন্দঘন পরিবেশে বিজয়ের আনন্দ উদযাপন করছেন।

মহান বিজয় দিবস কেবল একটি উৎসব নয়, এটি জাতির জন্য গৌরবের স্মারক। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মও এ দিনে দেশপ্রেমে উজ্জীবিত হয়।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert